“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ মে, ২০১৯

ভালো থেকো ভালোবাসা

              ।।  রফিক উদ্দিন লস্কর ।।
Add caption









কোনো এক অবেলায় এসেছিল গুটিগুটি পায়ে
সে তোমার চেহারা নিয়ে,
আমার সাধের সাজানো বাগানে জন্মানো কুঁড়ি
ভরপুর এখন প্রেম দিয়ে।
হৃদয় কাননে প্রস্ফুটিত অপরূপ যে একটি ফুল
উষ্ণ পরশে বিভোর তখন,
বুকের দেওয়ালে সেদিনও হয়েছিল প্রচণ্ড বৃষ্টি
করেছে আনন্দ অবগাহন। 
মধুলোভি হৃদয় ছুটে তোমার মনের আঙিনাতে
এঁকেছে বসে কতই ছবি,
সাজানো জীবনের প্রতি চরণে কল্পনায় কবিতা
রচেছিল এক ক্ষুদ্র কবি।
সুন্দর, তুমি চিরসুন্দর, আকাশে আঁকা রামধনু
প্রজাপতির পাখার মতো,
ভালো থেকো ভালোবাসা হয়ে উজ্জ্বল নিদর্শন
মুছায়ে সকল বিরহী ক্ষত।
আমি বসে প্রেমের আকাশে উড়াই রঙিন ঘুড়ি
ঝড়ো বাতাসে করিনি ভয়,
তুমি মনের খাতার প্রতিটি পাতায় বিশ্বাস রেখো
দুই কালে জয় হবে নিশ্চয়।

কোন মন্তব্য নেই: