।। রফিক উদ্দিন লস্কর ।।
Add caption |
কোনো এক অবেলায় এসেছিল গুটিগুটি পায়ে
সে তোমার চেহারা নিয়ে,
আমার সাধের সাজানো বাগানে জন্মানো কুঁড়ি
ভরপুর এখন প্রেম দিয়ে।
হৃদয় কাননে প্রস্ফুটিত অপরূপ যে একটি ফুল
উষ্ণ পরশে বিভোর তখন,
বুকের দেওয়ালে সেদিনও হয়েছিল প্রচণ্ড বৃষ্টি
করেছে আনন্দ অবগাহন।
মধুলোভি হৃদয় ছুটে তোমার মনের আঙিনাতে
এঁকেছে বসে কতই ছবি,
সাজানো জীবনের প্রতি চরণে কল্পনায় কবিতা
রচেছিল এক ক্ষুদ্র কবি।
সুন্দর, তুমি চিরসুন্দর, আকাশে আঁকা রামধনু
প্রজাপতির পাখার মতো,
ভালো থেকো ভালোবাসা হয়ে উজ্জ্বল নিদর্শন
মুছায়ে সকল বিরহী ক্ষত।
আমি বসে প্রেমের আকাশে উড়াই রঙিন ঘুড়ি
ঝড়ো বাতাসে করিনি ভয়,
তুমি মনের খাতার প্রতিটি পাতায় বিশ্বাস রেখো
দুই কালে জয় হবে নিশ্চয়।
সে তোমার চেহারা নিয়ে,
আমার সাধের সাজানো বাগানে জন্মানো কুঁড়ি
ভরপুর এখন প্রেম দিয়ে।
হৃদয় কাননে প্রস্ফুটিত অপরূপ যে একটি ফুল
উষ্ণ পরশে বিভোর তখন,
বুকের দেওয়ালে সেদিনও হয়েছিল প্রচণ্ড বৃষ্টি
করেছে আনন্দ অবগাহন।
মধুলোভি হৃদয় ছুটে তোমার মনের আঙিনাতে
এঁকেছে বসে কতই ছবি,
সাজানো জীবনের প্রতি চরণে কল্পনায় কবিতা
রচেছিল এক ক্ষুদ্র কবি।
সুন্দর, তুমি চিরসুন্দর, আকাশে আঁকা রামধনু
প্রজাপতির পাখার মতো,
ভালো থেকো ভালোবাসা হয়ে উজ্জ্বল নিদর্শন
মুছায়ে সকল বিরহী ক্ষত।
আমি বসে প্রেমের আকাশে উড়াই রঙিন ঘুড়ি
ঝড়ো বাতাসে করিনি ভয়,
তুমি মনের খাতার প্রতিটি পাতায় বিশ্বাস রেখো
দুই কালে জয় হবে নিশ্চয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন