“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

উৎপাদক

।। অভীককুমার দে।।

পথে পথে খাদকের মিছিল
ঝাঁকে ঝাঁকে আগাছা রাস্তায় খোঁজে পা,

প্রতিবার হোঁচটের পর
বুকের রক্তনদী গড়িয়ে যায় মাঠের দিকে
এত রক্ত, কে ঝরায়, ঝরে কার !
আবার মোছেও কারা
আঁচল কিংবা পতাকায়

চোখে জল,
প্রতিবাদের বাষ্প আকাশ ঢাকে;
বাউন্ডুলে বাতাসের দমবন্ধ হয়ে এলে
একদিন পরিচালন বৃষ্টি হবে
অনবরত হবে
ধুয়ে যাবে রক্তের দাগ।

খুব বেশি দূরে নয় ফসলের মাঠ
ওহে খাদক, ফলনের আগে উৎপাদক হতে যদি...

কোন মন্তব্য নেই: