।। অভীককুমার দে।।
পথে পথে খাদকের মিছিল
ঝাঁকে ঝাঁকে আগাছা রাস্তায় খোঁজে পা,
প্রতিবার হোঁচটের পর
বুকের রক্তনদী গড়িয়ে যায় মাঠের দিকে
এত রক্ত, কে ঝরায়, ঝরে কার !
আবার মোছেও কারা
আঁচল কিংবা পতাকায়
চোখে জল,
প্রতিবাদের বাষ্প আকাশ ঢাকে;
বাউন্ডুলে বাতাসের দমবন্ধ হয়ে এলে
একদিন পরিচালন বৃষ্টি হবে
অনবরত হবে
ধুয়ে যাবে রক্তের দাগ।
খুব বেশি দূরে নয় ফসলের মাঠ
ওহে খাদক, ফলনের আগে উৎপাদক হতে যদি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন