।। অভীককুমার দে।।
আব্বুডি আব্বুডি, আবার হতম অইতে..., অক্কন ছুইলে অইতন কিইছি...
থুক্কু থুক্কু থুক্কু। বেগ্গুনে থুক্কু দে।
--- কিল্লাই ?
হেতে বাদ, হেতের হাত্তে কিয়া লাইগজে চা...
--- কিয়া ? হুদা কতা কইচ্যা কইছি!
ঘু চইটছে হেতে, আঁই খেইলতান্ন।
--- আসলে আমরার লগে হাইত্তি ন, হিল্লাই....
হিল্লাই মানে ? হেতেত্তে কি ছোয়াত্বি ন নি কি ! হেতে থাকলে খেইলতান্ন।
পাট্টি না দি বাড়িত যায়, ব্যাঙভাজা দি ভাত খায়।
--- আঁই মারে কইদিমু, চাইস...
কইস, কইলে কিইবো ?
--- মা তোরে মাইরবো।
আঁইও কমু।
--- তুই কিয়া কইবি !
মিচঅতা কইছদ্দে...
--- হেতে ঘু চডে ন ? জিজ্ঞা হেতেরে।
কুত্তার ঘু নি কি ? মাইনসের ঘু- এ না ! ঘু ত হেডের ভিত্রেঅ থাকে ! তোর নাই ?
--- তুই বুইজদি ন। হেডের ঘু বাইরে আইলে বিষাক্ত অই যায়।
যুক্তি দেয়াস না ! টের হাইবি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন