“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

যুক্তি বাদ

।। অভীককুমার দে।।

আব্বুডি আব্বুডি, আবার হতম অইতে..., অক্কন ছুইলে অইতন কিইছি...

থুক্কু থুক্কু থুক্কু। বেগ্গুনে থুক্কু দে।
--- কিল্লাই ?
হেতে বাদ, হেতের হাত্তে কিয়া লাইগজে চা...
--- কিয়া ? হুদা কতা কইচ্যা কইছি!
ঘু চইটছে হেতে, আঁই খেইলতান্ন।
--- আসলে আমরার লগে হাইত্তি ন, হিল্লাই....
হিল্লাই মানে ? হেতেত্তে কি ছোয়াত্বি ন নি কি ! হেতে থাকলে খেইলতান্ন।

পাট্টি না দি বাড়িত যায়, ব্যাঙভাজা দি ভাত খায়।
--- আঁই মারে কইদিমু, চাইস...
কইস, কইলে কিইবো ?
--- মা তোরে মাইরবো।

আঁইও কমু।
--- তুই কিয়া কইবি !
মিচঅতা কইছদ্দে...
--- হেতে ঘু চডে ন ? জিজ্ঞা হেতেরে।
কুত্তার ঘু নি কি ? মাইনসের ঘু- এ না ! ঘু ত হেডের ভিত্রেঅ থাকে ! তোর নাই ?

--- তুই বুইজদি ন। হেডের ঘু বাইরে আইলে বিষাক্ত অই যায়।
যুক্তি দেয়াস না ! টের হাইবি...

কোন মন্তব্য নেই: