।। অভীককুমার দে।।
চেনা গাছ,
পাতায় জড়ানো প্রেম
জমিয়ে রাখে কোটর।
পাখি আসে
বাসা বাঁধে,
বাইরে মুক্ত উঠোন,
মুক্তির সুখ।
পাখিরা স্বাধীন
উড়তে জানে
বুঝে নিতে পারে বাতাসের গতি
রোদ মেখে নিলেই রঙিন সময়।
যদিও পাখিরা জানে না
মুক্তির উঠোন হিংসামুক্ত নয়,
কালো মেঘ আসে
হিংস্র চোখ
ঠিকরে বেরোয় আগুন,
গলা ফাটিয়ে চিৎকার করে যখন
দিশা হারায় বাতাস
ঝড় ওঠে
বৃষ্টি হয়
বরফ ঝরে।
রঙিন ডানা ভিজে গেলে
ভীষণ ব্যথা হয় বুকে।
পথ ঘুরে যায় শিকারীর দিকে,
অসহায় পাখি
কাঁপতে থাকে,
নির্বাক চেয়ে থাকে গাছ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন