“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

আদিহীনা

।। অভীককুমার দে।।

বছর পরে একটি শিশু বছর

বছরের শিশু টের পায়
পুরনোই সব, তবুও
রাত শেষে অভিমান জাগে !

কিছুই বদলে যায় না,
হাসি কান্না এবং বেঁচে থাকার যন্ত্রণাগুলো একইরকম,

নতুন ভাবে আদিহীনা স্নান সেরে ওঠো।

কোন মন্তব্য নেই: