।। অভীককুমার দে।।
উৎসের চোখে চশমা,
কাচের সিঁড়ি বেয়ে নেমে আসছে উৎ সব !
কত কি ধরতে গেলে আরও আসে কত !
শত সহস্র যোজন দূরের আলোয় কাতর পাথর মাটি
অদৃশ্য ঘোড়া পালাবার পথ খোঁজে
একা, ভবঘুরে বাধাহীন মায়াপথ
শূন্যে শীতল পাটি ?
এসব দেখেই চশমার জালে জল
জ্বলে চোখ, জলে ঝুলে থাকে উল্টো ছবি, তবু
কোনও বিরহের ঢেউ জাগা শূন্য বুকে
সুখের সুর খুঁজি মমনস্রোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন