।। অভীককুমার দে।।
একটি নদী বইছে বুকে,
এক নদীতে ভাসি,
জলের জীবন চোখের জলে
তুচ্ছ বাংলাভাষী !
একই দেশের তুমি আমি
আমার যত মানুষ,
কেমন করে পর করে দেয়
দেশভাগের এক ফানুস !
দেশের ব্যথায় অনেক কথা
লুকায় নদীর ধারা,
মাছের মতই বিষের জলে
বাস্তুভিটে হারা !
নদীর কাছে ব্যথার নদী
নদীর মত বাঁকা,
স্বাধীন নামের আকাশ দেখি
বুকের ভেতর ফাঁকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন