।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
আজ দিগন্তরেখায়
টানাটানি নীলিমার
আর নিরাসক্ত লুকোচুরি বর্ণচোরার।
বিক্ষুব্ধে হিমে রূপান্তর নীল মহাসাগর
বিরহে পুড়ে পাহাড়ি ঝরনার অভ্যন্তর।
ব্যাপ্ত সবুজ ভূমি সফেদ চাদরে ঢাকা
প্রবল বাতাসে নাকাল জীবনের চাকা।
রাতজাগা পাখিরা ছুটে অজানা দেশে
গ্রীষ্মের প্রচণ্ড তাপের নিদারুণ ক্লেশে।
কাঁচের দেয়ালে বন্দি সাজানো স্বপন
ভাবালু পুষ্পকলি কবে আসছে ফাগুন।
গুমোট হাওয়াতে সব সম্পর্ক দিশেহারা
বিগতযৌবনে অধরা গগনের বৃষ্টিধারা।
আবেদন রাখি এই ফাল্গুনে বরফ বৃষ্টি
তপ্ত মরুতে হয় যেন ভালোবাসার সৃষ্টি।
আর নিরাসক্ত লুকোচুরি বর্ণচোরার।
বিক্ষুব্ধে হিমে রূপান্তর নীল মহাসাগর
বিরহে পুড়ে পাহাড়ি ঝরনার অভ্যন্তর।
ব্যাপ্ত সবুজ ভূমি সফেদ চাদরে ঢাকা
প্রবল বাতাসে নাকাল জীবনের চাকা।
রাতজাগা পাখিরা ছুটে অজানা দেশে
গ্রীষ্মের প্রচণ্ড তাপের নিদারুণ ক্লেশে।
কাঁচের দেয়ালে বন্দি সাজানো স্বপন
ভাবালু পুষ্পকলি কবে আসছে ফাগুন।
গুমোট হাওয়াতে সব সম্পর্ক দিশেহারা
বিগতযৌবনে অধরা গগনের বৃষ্টিধারা।
আবেদন রাখি এই ফাল্গুনে বরফ বৃষ্টি
তপ্ত মরুতে হয় যেন ভালোবাসার সৃষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন