।। অভীককুমার দে।।
এঘর সে ঘর খুঁজতে গিয়ে শেষে
চলছে জীবন একলা নিরুদ্দেশে !
জন্ম যদি মৃত্যু এক নিমেষে
মৃত্যু তবে কোথায় কোন বেশে !
ক্ষয়ের অসুখ মন লাগে না চাঁদে,
কে বা কোথায় কখন কে কার ফাঁদে !
শূন্য ঘরের শূন্যে ঝোলা ছাদে
দিনে রাতে নিরুদ্দেশি কাঁদে।
বিন্দু আঁকো নীল কাগজে ঈশ ?
নীলের ভেতর শূন্যের ফিসফিস,
কোথাও বুকে আগুন জ্বলে, ইস...
জ্বলন শেষে কে পায় কার হদিস !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন