“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

নিরুদ্দেশের শিস

।। অভীককুমার দে।।

এঘর সে ঘর খুঁজতে গিয়ে শেষে
চলছে জীবন একলা নিরুদ্দেশে !
জন্ম যদি মৃত্যু এক নিমেষে
মৃত্যু তবে কোথায় কোন বেশে !

ক্ষয়ের অসুখ মন লাগে না চাঁদে,
কে বা কোথায় কখন কে কার ফাঁদে !
শূন্য ঘরের শূন্যে ঝোলা ছাদে
দিনে রাতে নিরুদ্দেশি কাঁদে।

বিন্দু আঁকো নীল কাগজে ঈশ ?
নীলের ভেতর শূন্যের ফিসফিস,
কোথাও বুকে আগুন জ্বলে, ইস...
জ্বলন শেষে কে পায় কার হদিস !

কোন মন্তব্য নেই: