“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

অধিকার

।। অভীককুমার দে।।

দেশের জন্যে,
মতামত জানাবার দিন এলে--
মনের ভেতর এক ভিন্ন অনুভূতি,
বিগত দিনের উপলব্ধি সব জ্যান্ত হলে
একটি নির্ণায়ক পথে পাঁচটি বছর
চেতনায় রেলি শো।

অন্তঃ নিষেকের পর
জেগে ওঠো নাগরিক,
চোখে চোখ রেখে বলো--
অধিকার আছে।

একটি দিন কোনও অন্য কাজ নয়
লালসা নয়
ভয় নয়,
পাঁচের জন্য রাজার বিচার
রাজার জন্য দশের,
কাজে কাজেই লড়াই- জনমত- আদেশ হবে
দেশের জন্য ভোটাদেশ।

কোন মন্তব্য নেই: