।। অভীককুমার দে।।
গোমতী, হাওড়া, জুড়ি, মনু, খোয়াই,
বিজয়, ধলাই, ফেণী, দেও, লঙ্গাই,
এসময় অসময় ভুলে যাও যদি
কবে কার মুহুরী রিফিউজি নদী !
দূর হল নদীজল ঘাসে ঢাকে চর
জ্বর বাড়ে ওই পাড়ে স্বাধীনতা পর।
অসহায় নদীগুলো কত রক্ত শুঁকে !
কার কাঁটা কাঁটাতার বিঁধেছে বুকে ?
এই কাল সেই কাল ধরা পড়ে চালে
পাকের বিপাকে জলে আর জালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন