“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

রশ্মিনদী

।। অভীককুমার দে।।

১.
অন্ধ কার গলি পেরিয়ে খোঁজে পথ !
সব পথ বেঁকে যায় নদীর দিকে।
২.
এ নদী আলোর নদী সোনার খাঁচায়
এ নদী জীবন নদী স্বপ্ন বাঁচায়।
৩.
ছায়াপথের তারা আর কাল পুরুষেরা
চোখের আলোয় ঘুরছে চতুর্দিক।
৪.
অদৃশ্য পথ
শূন্য বুক
তবু রশ্মির চলাচল এপথেই।
৫.
আকাশ ভরা আলোক রবি
রবির আলোয় আকাশ ভরে।

কোন মন্তব্য নেই: