।। অভীককুমার দে।।
১.
অন্ধ কার গলি পেরিয়ে খোঁজে পথ !
সব পথ বেঁকে যায় নদীর দিকে।
২.
এ নদী আলোর নদী সোনার খাঁচায়
এ নদী জীবন নদী স্বপ্ন বাঁচায়।
৩.
ছায়াপথের তারা আর কাল পুরুষেরা
চোখের আলোয় ঘুরছে চতুর্দিক।
৪.
অদৃশ্য পথ
শূন্য বুক
তবু রশ্মির চলাচল এপথেই।
৫.
আকাশ ভরা আলোক রবি
রবির আলোয় আকাশ ভরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন