।। অভীককুমার দে।।
এখন শুয়ে থাকো বেতাগ বিছানায়
সুযোগ পেলে সাজানো মঞ্চে বক্তৃতা দিতে এসো।
আপাতত আমদানি করা জামদানি ঘেঁষে বসো,
ফতুয়ার খোলা জানালায় কালো হরিণের শিং উঁকি দিলেই
হাত বুলিয়ে নাও নির্লজ্জের মত
না হয় বোতল টেনে মুখ মুছে নাও
এসময় রসিকতার জন্য মুচলেকা দিতে হবে না।
মনে রেখো, লাঞ্ছিত মানুষের কান খোলা আছে,
সময় বুঝে কবিতা শোনাতে এসো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন