“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

কবিকে

।। অভীককুমার দে।।

এখন শুয়ে থাকো বেতাগ বিছানায়
সুযোগ পেলে সাজানো মঞ্চে বক্তৃতা দিতে এসো।

আপাতত আমদানি করা জামদানি ঘেঁষে বসো,
ফতুয়ার খোলা জানালায় কালো হরিণের শিং উঁকি দিলেই
হাত বুলিয়ে নাও নির্লজ্জের মত
না হয় বোতল টেনে মুখ মুছে নাও
এসময় রসিকতার জন্য মুচলেকা দিতে হবে না।

মনে রেখো, লাঞ্ছিত মানুষের কান খোলা আছে,
সময় বুঝে কবিতা শোনাতে এসো।

কোন মন্তব্য নেই: