Habituated to high-tech life,
Media calls you heart throb.
Oh! Prince Charming of Millions of hearts .
Entire city is decorated with your posters.
You are the dream of millions of teen agers.
Dream boy of millions of damsels.
Everyday the search engines get jammed in your name only,
Infinite searches in facebook goes on in your name.
To have a look on you,
People are ready to die,
Police, Punishment, law becomes a matter of negligence ,
in front of love for you.
But, still you are afraid of loneliness, why???
At the time of sun set,
your eyes become as if a pond of sorrow.
Are you missing anything.
Can’t you find a heart,
That loves you only, not your fame.
Who can discover the purest pearl,
Behind the Oyster Coverings.
Sometimes , in the long afternoon of summer,
you want to get back the days of innocence.
those small small scolding from father,
Purest and divine love from mother.
The days of running barefoot,
naughty moments of fight with friends.
But, elas! The days passed away never comes back.
Still you are fighter, who moves forward;
Controlling own emotions,
Like the stone idol of a Golden temple.
Holding the emblem of celebrity,
Being the superhero of dreams.
***
সেলিব্রিটি
~~~~
***
সেলিব্রিটি
~~~~
হাইটেক জীবনে অভ্যস্ত তুমি,
মিডিয়ার ভাষায় হার্টথ্রব,
দেয়ালে দেয়ালে তো্মার রঙিন ছবি,
কত ষোড়শী কিশো্রীর স্বপ্ন তোমাকে ঘিরে।
কত কত পাঠ্যবইয়ের পাতায়,
লুকিয়ে থাকো এক মুহূর্তের স্বস্তির হাওয়া হয়ে।
কত খাতার মলাট তোমার ছবিতে ভরাট হয়ে উঠে।
গুগলের পাতায় পাতায় তোমার খোঁজ পড়ে প্রতিদিন,
প্রতিদিন ফেসবুকের পাতায় চলে তোমার সন্ধান।
এক মুহূর্তের দর্শনাশায় ,
হাজার লোকের ভিড় উপছে পড়ে।
একটি অটোগ্রাফের লোভে,
পুলিশের লাঠির আঘাতে ও নির্বিকার।
কত ভালোবাসা তোমার জন্যে।
কিন্ত তবুও অবকাশ মুহূর্তে তোমার দুচোখে,
খুঁজে পাই ব্যাকুলতার সাগর,
গোধূলির অস্তগামী সূর্যের চেয়েও করুণ।
তোমার দীর্ঘনিশ্বাস চারদিকের আবহাওয়া কে করে তুলে নিথর।
তোমার কথার পঙক্তিতে পঙক্তিতে খোঁজে পাই,
জীবনের প্রতি বিতৃষ্ণা ,
থকথকে আঘাতের চিহ্ন হৃদয় জুড়ে।
চারিদিকে জনতার ভিড় তোমাকে ঘিরে,
তবু অন্ধকারের প্রতি ভয়,
নিজের ছায়াকে দেখে নিজেই আৎকে উঠো।
একবিন্দু মমতা মাখানো একটি মন কি খুঁজে পাওনা,
হাজার জনতার ভিড়ে,
যে তোমার পরিচয় কে নয়,
শুধু তোমাকেই আপন করে নিতে পারে।
যে ঝিনুকের আবরনে লুকিয়ে থাকা,
অমুল্য মুক্তোটিকে কুড়িয়ে নিতে পারে,
তাই বুঝি সেলিব্রিটির তকমা ছুঁড়ে ফেলে ছুটে বেড়াতে চাও,
গ্রামের মেঠো পথ ধরে,
কখনও বা ফিরে যেতে চাও শৈশবের সেই দুপুরগুলোতে,
মায়ের স্নিগ্ধ আঁচল ছায়ে, পিতার স্নেহের শাসনে,
কিন্ত সেই দিনগুলো আর ফিরে আসে না জীবনে।
নিজের কাছে পরাজিত হও বার বার,
তবু এগিয়ে যাও ব্যথাসিক্ত মনটাকে শাসন করে,
সোনার মন্দিরে পাথরের দেবতার মতন,
সেলিব্রিটির তকমা নিয়ে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন