“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১ অক্টোবর, ২০১১

শরতে চিত্রলেখা










চিত্রলেখা তোমার জন্য
একটি কবিতা শারদ প্রাতে
আপন মনের গোপন কথা
মিশিয়ে দিলাম যার সাথে।
খোলা আকাশ মুক্ত বাতাস
মিষ্টি হাসি রোদের
তোমার ছোঁয়া পায় যেন তারা
আমি ছুঁয়ে নেব তাদের।
ব্যস্ত শহর মস্ত গলি
কালো ধোঁয়ার ভাপ
তাদের মাঝে খুঁজে নেব
তোমার পায়ের ছাপ।
কুমার টুলির মূর্তিগুলি
দেখি দুচোখ ভরে
তাদের ভিড়ে হঠাৎ করে
তোমায় মনে পড়ে
শুধু তোমায় মনে পড়ে।

৩টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

দারুণ কবিতা শৈলেন। লিখতে থাকুন! সামান্য সম্পাদনা করে দিলাম। না পছন্দ হলে আপনিই পালটে দিতে পারবেন।

Indira Mukhopadhyay বলেছেন...

ভালো কবিতা পড়লাম । খুব সুন্দর অনুভূতি ।

Sailen Das বলেছেন...

ধন্যবাদ ইন্দিরা মুখর্জি এবং সুশান্তদা....