“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

অপেক্ষা

 এসো মা লক্ষ্মী বসো ঘরে,
 গেয়ে উঠে মালবিকারা,
সন্ধ্যা প্রদীপ হাতে।
কোজাগরী  চাঁদের মুখ হাল্কা ধুঁয়াসা ,
দুই ফোঁটা অশ্রুবিন্দু  গাল বেয়ে ঝরে পড়ে।
পাটের  শীষে লাল শিশির,
চমকে উঠছ যে,
এ তো রক্তের আল্পনা ।
রক্ত, রক্ত আর রক্ত,
মা, তোমার কৃষক ছেলের,

রক্তের অঞ্জলি।
অভুক্ত শিশুর দল, একটুকরো রুটির অপেক্ষায় ,
সবুজ ডোবার জল আজ ক্ষীর সাগর।

২টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

বাহ! আজ লক্ষ্মীপুজোর দিনে কালকের দরঙের অলক্ষ্মীদের তাণ্ডবকে যে ভুলোনি দেখে ভালো লাগছে। ছবিটাও দারুণ দিয়েছো!

Chandrani the Dreams বলেছেন...

ধন্যবাদ দাদা।। গতকাল যা ঘটলো ভুলা অসম্ভব। তাই সব অলক্ষ্মীদের সমাপ্তি কামনায় লক্ষ্মীর আবাহন।