সূর্যোদয় তারপর রোদ্রাগ্নি
সন্ধ্যে; মৃত্যু কালো সাজ নিয়ে।
সূর্যোদয় - সূর্যাস্ত
সূর্যাস্ত আবার সূর্যোদয়।
এভাবেই কতদিন; কত রাত আমাদের তারা গুণতে গুণতে;
চাঁদের আলো পাড়ি দিতে দিতে ;
লক্ষ্যহীন মেঘের সাথে ভাসতে ভাসতে;
দৈনিক পারিবারিক ঘানি টানতে টানতে কেটে গেছে
কেউ খেয়াল করিনি।
তুমি হয়তো দিগন্তের অপারে কোথাও
ঝির ঝিরে বৃষ্টি আর হিমেল বাতাস
গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছ -
আর আমি -
বিছানার একপাশে অনিদ্রায় শুয়ে আছি তোমার ভাবনা নিয়ে
আর অন্যপাশে -
ধানক্ষেতের চাংঘরে বসে থাকা
শূকর তাড়ানো চাষীদের হাহাকার.
(c) ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন