“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

শিলচর, আসামের দুর্গা পূজা

শিলচর, আসামের দুর্গা  পূজা অনলাইন দেখার /প্রত্যক্ষ করার জন্যে এই লিঙ্ক গুলোতে ক্লিক করুন ।
খণ্ড ১ঃ


খণ্ড  ২ঃ


খণ্ড ৩ঃ



৩টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

বাহ! ঘরো বওয়াইয়া দেশবাড়ি দেখাইলায়লায় চন্দ্রানী! কতদিন পুজাত শিলচর যাই না!

Chandrani the Dreams বলেছেন...

দাদা, আপনারা যারা পূজার সময় শিলচর আসতে পারেন নি, তাদের জন্যে শারদীয় উপহার। আপনার ভালো লাগছে দেখে খুব ভালো লাগলো।

random বলেছেন...

শিলচরের দুর্গা পুজা অসমের সবথেকে সুন্দর হয় বললেও ভুল বলা হবে না।