সন্দীপন চট্টোপাধ্যায় (২৫ অক্টোবর ১৯৩৩ - ১২ ডিসেম্বর ২০০৫) ছিলেন বাংলা সাহিত্যের 'আভাঁ গার্দ' লেখকগোষ্ঠীর অন্যতম। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল ক্রীতদাস ক্রীতদাসী (১৯৬১), সমবেত প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য গল্প (১৯৬৯), এখন আমার কোনো অসুখ নেই (১৯৭৭), হিরোশিমা মাই লাভ (১৯৮৯), কলকাতার দিনরাত্রি (১৯৯৬) ইত্যাদি। গল্প লিখেছেন ৭০টি, উপন্যাস ২১টি, এছাড়াও লিখেছেন অসংখ্য নিবন্ধ। একইসাথে লিখেছেন সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়।
১৯৯৫তে বঙ্কিম পুরস্কার, ২০০২তে সাহিত্য অকাদেমি পুরস্কারে পুরস্কৃত এই লেখকের ৭৮তম জন্মদিনে এবারে ঘটা করে পালিত হচ্ছে গুয়াহাটিতে। আয়োজক সাহিত্য একাদেমী এবং ব্যতিক্রম মাসডো। “সন্দীপন চট্টপাধ্যায়ঃ ব্যক্তি ও ব্যক্তিত্ব” সম্পর্কিত এক জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর,১১ গুয়াহাটির লক্ষীনাথ বরুয়া সদনে ( অসম সাহিত্য সভা ভবন)। উপস্থিত থাকবেন সন্দীপনের বন্ধু তথা সাহিত্য একাদেমীর সভাপতি কবি-ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, প্রাবন্ধিক অদ্রীশ বিশ্বাস, কৌরব লিটিল মেগাজিনের সম্পাদক কমল চক্রবর্তী এবং অধ্যাপক অমিতাভ চক্রবর্তী।
‘কৃত্তিবাস’ প্রকাশের শুরুর দিনগুলো থেকে সন্দীপন সুনীল এক সঙ্গে কাজ করেছেন। সেরকম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র বন্ধুর জন্মদিনে আরেক নক্ষত্র বন্ধুর এমন আয়োজন তাও অসমের রাজধানী গুয়াহাটিতে—সে এক বিরল ঘটনা। ব্যতিক্রমের সম্পাদক সৌমেন ভারতীয়া সাহিত্য অনুরাগী সমস্ত পাঠক লেখক, এবং শিক্ষক , ছাত্র-ছাত্রীদের এই আলোচনা চক্রে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।
ব্যতিক্রম ইতিমধ্যে বছরজোড়া কর্মসূচীর মধ্য দিয়ে রবীন্দ্র জন্ম সার্ধশত বার্ষিকি পালন করেছে। উদযাপন করেছে ভূপেন হাজারিকার জন্মদিন। আগামী বছর এরা ঘটা করে শ্রীমন্ত শঙ্করদেবের জন্মদিন পালনের কথাও ভাবছেন।
সন্দীপন নিয়ে লেখালেখির কিছু লিঙ্ক রইল এখানেঃ
১) দেবপ্রসাদ বন্দ্যোপাধায়ের 'সন্দীপন চাটুজ্জ্যের গপ্প বিষয়ে কয়েক টুকরো ভাট।"
২)লীনা দিলরুবা র "'সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি '
সন্দীপন নিয়ে লেখালেখির কিছু লিঙ্ক রইল এখানেঃ
১) দেবপ্রসাদ বন্দ্যোপাধায়ের 'সন্দীপন চাটুজ্জ্যের গপ্প বিষয়ে কয়েক টুকরো ভাট।"
২)লীনা দিলরুবা র "'সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি '
৩টি মন্তব্য:
দারুন খবর
দারুন খবর
সাহিত্য একাদেমীর উদ্যোগে অসমে বাংলা সাহিত্য নিয়ে এমন এক কাজ হচ্ছে সম্ভবত এই প্রথম। ব্যতিক্রম সেটি সম্ভব করল।
একটি মন্তব্য পোস্ট করুন