আর কত দিন থাকবি তুই পাষাণ হয়ে পড়ে?
তোর কালো শরীর বেয়ে বয়ে গেল কত
তুফান, জোয়ার আর পথযাত্রী শত সহস্র
গ্রীষ্ম, শীত আর শরত
আর কত দিন তোর এই অভিশাপ?
সত্য, ত্রেতা, দ্বাপর অতীত হল
শেষ হল দেবাসুর, রাম-রাবণের যুদ্ধ
অহল্যা পাষাণী হল উপাখ্যান
থাকলি মাত্র তুই, নিয়ে মার আশিস শেল তোর কলিজায়
রক্তের ঝরনা নিয়ে বুকের মাজে স্থির?
কিসের আশা তোর?
ভাবছিস নাকি পারবি দিতে তোর প্রাচীন নীতি শিক্ষা
অনমনীয় মানবকে?
তোর মা-ই বা ভাবে কী?
পাবে বলে ঐ হারিয়ে যাওয়া অমৃত পুত্রকে
তোরে দিয়ে অর্বুদ শাস্তি?
কাঁদ, অসুর, কাঁদ।
প্রাণ পাক তোর চোখের সজল ধারে আজ
তোর স্বপ্নের পাষাণ প্রতিমা। (c) ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন