আনন্দের সংজ্ঞা ভিন্ন প্রতিজন মানুষের মর্মে। পূজোর আনন্দেরো তা’ই।
যদি এই সময়টা এই বংগালোর নামের নরকে না থেকে থাকতাম দেশ বাড়িতে তবে যা হতো এই চারদিন আড্ডা দিতাম দু চারজন বন্ধুদের সঙ্গে চুটিয়ে ... আর সেই আড্ডার বিষয় নিশ্চয় হতো বই, সিনেমা, ছবি ... মাঝে মাঝে গিয়ে, ভিড়ে মিশে দেখে আসতাম দুর্গা মা’কেও ...
তা যখন হলোই না তাই ভাবলাম কিছু বন্ধুর সঙ্গে পূজোর আনন্দে ভাগাভাগি করে নিই কিছু বই, সিনেমা, ছবি ... তাই এই ব্লগ ছুটির বাঁশি ; আসুন বেড়িয়ে যাবেন।
ইচ্ছা রইলো প্রতি বৎসরই করার। দেখাযাক্ দেবী তা চান কি’না ...
মহাপঞ্চমী, ২০১১;বাংগালোর
(c) picture
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন