সন্ধ্যা মা বেরোছিল এমনি একটু ঘুরতে
সঙ্গে সরস্বতী, লক্ষ্মী
বাঁদিকে গণেশ, ডানে কার্তিক
পেঁচা, ময়ূর, সিংহ আর মহিষ।
নদীর ঘাট পেতেই গণেশের হাসি
কার্তিক বলে দেখো মায়ের অবস্থা
বালুর মধ্যে মা আছে মুখ থুবড়ে পড়ে
নেই অলংকার নেই কপালী
আর কই মায়ের শাড়ী?
মহিষের রাগ, পুজো না যেতেই মায়ের অবস্থা এই?
মা বলে,রাগ করিস না দাড়া,
ঐ ছেলেদের দেখ,
খেয়ে জিলেপি কত মহানন্দে
কাপড়টা তারাই নিয়েছিল খুলে।
তাদের বাপ চোর
দশটাকায় বেচে বাজারে
জিলেপি এনেছিল কিনে,
সেই হোক পুজো, আমার আজকে!
1 টি মন্তব্য:
সত্যি দারুন লিখলে দিদি
একটি মন্তব্য পোস্ট করুন