পুজোর সময় মনিমালা
করবে অনেক রান্না ,
সকালে তে ফুলকো লুচি,
সঙ্গে ধোঁকার ডালনা ।
দুপুরেতে সর্ষে ইলিশ,
আর নিরামিষ সুক্তো
কসা মাংস সঙ্গে আছে,
আমি তারই ভক্ত ।
মোচার ঘণ্ট হবে এবার
সোনা মুগের ডাল ,
পোস্ত বড়া, আলুর দম
আর বোয়াল মাছের ঝাল ।
শেষ পাতে দই মিষ্টি
মিঠা আমের চাটনি ।
খাওয়া দাওয়া দারুন হবে
সঙ্গে আছে খাটনি ।
তাইতো এবার মনিমালার
ঘুম নেই চোখে,
শারদ সংখ্যা পড়ে থাকে
শুধুই পড়ার রেকে
(c) picture
২টি মন্তব্য:
পূজার সময় খুব খাওয়া দাওয়া হয়েছে তাহলে। :)
সেই খাবারের পর থেকে স্বাগত যে ঘুম দিচ্ছেন, আর উঠবার নামই করছেন না! নতুন লেখা আসছে না , কিন্তু!
একটি মন্তব্য পোস্ট করুন