কেন ছিলি, কোথাই ছিলি তুই,
ভালইতো ছিলি তুই,
তু্ই তুই
আর আমার জায়গাই আমি।
এই যে পাষাণ প্রতিজ্ঞা রজ্জু নিলাম ধরে
পাষাণ পৃথিবী,
পাষাণ পরাণ নিয়ে পাষাণ আমি।
আকাশ কাঁদিস কেন তুই?
কী দিবি? চোখের জল দিয়ে লবণের নৈ?
কোথায় আর আসব প্লাবণ ঐ সবুজ সেই?
খুলে ফেল তোর এই বাদল কালো সাজ
থাক তুই শুধু আমার হৈ
একটুকু হৃদয়, একটুকু নীল হই।
(c) ছবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন