“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১ এপ্রিল, ২০২০

নবোদয়


।। সিক্তা বিশ্বাস ।।


















কালস্রোতে অসহায় লাচার
আধেক ভাসা! আধেক  ডোবার! 
তবে কি জীবন তলানিতে ঠেকে !!!
কেমন যেন আবছা পারাবার!! 

আজ অস্ত্র বিহীন লড়াই সবার! 
অনুজীবের কাহিনী যে এবার! 
জীব নয়! জীবের হাতেই সৃষ্টি যার 
এ কেমন উদ্দাম তাণ্ডব তার!

স্পর্শকোপের ঝঞ্ঝা সমাহার
সংশ্লিষ্টতাই ঝটিকা বাহার! 
সঙ্ঘবদ্ধতার আজ সংহার 
এ কেমন দশা মানব সভ্যতার!

মহাকাব্য যদি সত্যি কয়
মহাভারত তবে সাক্ষী রয়
সংহারেতেই নব্য সৃষ্টি হয়
নব-সভ্যতার আবার হবে উদয়...
           ***********

কোন মন্তব্য নেই: