।। মিঠুন ভট্টাচার্য ।।
(C)Imageঃছবি |
আনন্দে বা কষ্টে
শীত যাপনকালে
ঝড় জলের বেলকনিতে
বেমালুম, বিশৃঙ্খল ভাসে
অখ্যাত কদম-পরিবার-পরিজন।
অনিয়ন্ত্রিত জৈবিক চাহিদায়
সীমান্ত আইন, পাসপোর্ট -ভিসার
তোয়াক্কা না করে,
আলো ঝলমলে বহুতলবস্তি
নামাঙ্কিত করে নিজদায়িত্বে।
ওদের অবারিত যৌবন
লালারসের চুমুতে হিংসা ছড়ায়।
মুহুর্তের অসতর্কিত আবেগে
আস্তানা পাল্টায়
নতুন সঙ্গীর হাত চেপে,
জাপটে ধরে ভয়ঙ্কর উষ্ণতায়,
শ্বাসের উঠানামা দীর্ঘ হয়।
অজান্তে অবহেলিত পরিবার,
ঘৃণা মিশিয়ে অসংখ্য ভ্রুণের
শয্যা বিছায়,
সমতল থেকে পাহাড়।
শেষ মিছিলে
তৃণ -গুল্ম-লতারা পুড়ে
জুমিয়াদের ভূমি ছেড়ে দিতে
চক্রাকারে।
২৮ চৈত্র, ১৪২৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন