“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

সংক্রমণ


।। মিঠুন ভট্টাচার্য ।।

(C)Imageঃছবি















নন্দে বা কষ্টে
শীত যাপনকালে
ঝড় জলের বেলকনিতে
বেমালুম, বিশৃঙ্খল ভাসে
অখ্যাত কদম-পরিবার-পরিজন।
অনিয়ন্ত্রিত জৈবিক চাহিদায়
সীমান্ত আইন, পাসপোর্ট -ভিসার
তোয়াক্কা না করে,
আলো ঝলমলে বহুতলবস্তি
নামাঙ্কিত করে নিজদায়িত্বে।
ওদের অবারিত যৌবন
লালারসের চুমুতে হিংসা ছড়ায়।
মুহুর্তের অসতর্কিত আবেগে
আস্তানা পাল্টায়
নতুন সঙ্গীর হাত চেপে,
জাপটে ধরে ভয়ঙ্কর উষ্ণতায়,
শ্বাসের উঠানামা দীর্ঘ হয়।
অজান্তে অবহেলিত পরিবার,
ঘৃণা মিশিয়ে অসংখ্য ভ্রুণের
শয্যা বিছায়,
সমতল থেকে পাহাড়।
শেষ মিছিলে
তৃণ -গুল্ম-লতারা পুড়ে
জুমিয়াদের ভূমি ছেড়ে দিতে
চক্রাকারে।

২৮ চৈত্র, ১৪২৬

কোন মন্তব্য নেই: