“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

শ্রেষ্ঠ উপহার




 

















।। সিক্তা বিশ্বাস ।।

গ্রগতির চূড়ায় বসে 
সভ্যতা আজ নাগপাশে! 
তারই মাঝে উল্লাস আছে সহবাসে! 

এ যে কালের করাল গ্রাস
উশৃঙ্খলতার চূড়ান্ত সন্ত্রাস! 
 অগ্রগতির হানে সর্বনাশ!

উজ্জ্বল দিবস যেন তমসা যামিনী! 
অহর্নিশ হানে শুধু সংকেতে অশনি
ফলেন পরিণত এ মলিন অবনী!

আর কতো অলস কাল যাপন! 
অসার স্বেচ্ছাবন্দী গৃহে আপন
নিজ গুণে সভ্যতারে করো সংরক্ষণ। 

মহা জ্ঞানী মহা জন 
যুগে যুগে আবিষ্কারি মন
কতো মার্গ করালো দর্শন। 

বিবেচিত যত মত তত পথ! 
উজ্জীবিত করো জীবন শ্লথ
আবিষ্কারে প্রশমিত করো সব ক্ষত!

বোধি মানবের মেধার সদ্ব্যবহার 
নিদর্শন হোক সহস্র প্রভার!! 
সভ্যতারে হোক অকালের এই শ্রেষ্ঠ উপহার।
      

কোন মন্তব্য নেই: