।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
পথের ধারে মানুষ দুটি খেলছে লুডো ভারি,
হঠাৎ করে বন্ধ হলো লাল বলেরো গাড়ি।
গাড়ি থেকে পাঁচটা পুলিশ আস্তে আস্তে নামল,
গল্প গুজব লুডো খেলা সবই শেষে থামল।
একটা মানুষ জোয়ান ছিল, একটা মানুষ বুড়া,
পুলিশ দেখে আর থামেনি দৌড়ে হয়ে ঘোড়া।
ঘোড়ার মত দৌড়ে তারা নামল গিয়ে গাঙ্গে,
রাগ করে সেই লুডো খানি পুলিশ শেষে ভাঙ্গে।
@
১৭/০৪/২০২০
পথের ধারে মানুষ দুটি খেলছে লুডো ভারি,
হঠাৎ করে বন্ধ হলো লাল বলেরো গাড়ি।
গাড়ি থেকে পাঁচটা পুলিশ আস্তে আস্তে নামল,
গল্প গুজব লুডো খেলা সবই শেষে থামল।
একটা মানুষ জোয়ান ছিল, একটা মানুষ বুড়া,
পুলিশ দেখে আর থামেনি দৌড়ে হয়ে ঘোড়া।
ঘোড়ার মত দৌড়ে তারা নামল গিয়ে গাঙ্গে,
রাগ করে সেই লুডো খানি পুলিশ শেষে ভাঙ্গে।
@
১৭/০৪/২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন