“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

আকিঞ্চন



     
   


















   ************
 
।। সিক্তা বিশ্বাস ।।

এই দুনিয়ার প্রেম বাহার 
কারো পূজা কারো আহার! 
লোভাতুর মন লোভে খুঁজে
নির্লোভী রয় নিশ্চুপ মুখবুজে!

সার্থান্বেষী দুনিয়া কারও ধার ধারে না! 
আপন ভাব ছুঁড়ে দেয় মনোবিচার করে না!
ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন সত্ত্বা
অবলীলায় হয় ভাবের নিত্যদিন হত্যা!

আমরণ জীবের কাঙ্ক্ষিত প্রেমাধার
শ্রীচৈতন্য বিলিয়েছেন সংকীর্তন ভাব বাহার.....
নির্লিপ্ত সে জন উদিত যার ভাব বোধ 
কামাতুর ব্যভিচারী সেই বোধে নির্বোধ!

প্রেমসুন্দর মনের ঈপ্সিত আচরণ
বিশ্বব্যাপী প্রসারিত যদি হয় বিতরণ
প্রেমাংশু লুটে নেয় ঈপ্সিত প্রেমাঞ্জন 
প্রেমময় বিশ্বের এইতো আকিঞ্চন....

কোন মন্তব্য নেই: