“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

শুভ নববর্ষ


       















।। সিক্তা বিশ্বাস ।।
কালচক্রের আবর্তমান অবয়ব
প্রতিরোধ কদাচ নয় সম্ভব! 
গতিরাগের আবর্তনছটা মূল বিষয়, 
প্রচলিত একের লয়ে পরের উদয়... 
তাই বর্ষবিদায় ও বর্ষবরণ
প্রচলিত ক্রম আবর্তমান উদাহরণ!!
অসম্ভব আন্তরিকভাবে আজ উৎযাপন! 
তবু মনে প্রাণে করি বরণ... 
শুভেচ্ছা শুধু---
বিশ্বব্যাপী শুভ হোক নববর্ষ... 
আনন্দোজ্জ্বল,প্রাণবন্ত নিত্য মুখরিত হর্ষ...
বিশ্ব শান্তি হোক বজায়
সিক্ত হোক বিশ্ব আনন্দধারায়....

কোন মন্তব্য নেই: