।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
করোনাটা রুখতে দেশে পুলিশ হলো গরম,
লাঠির বাড়ি খেয়ে মানুষ ভাগছে পেয়ে শরম।
দোকান বাজার সবই খালি দৌড়ে মানুষ ভয়ে,
রাস্তাঘাটে হাঁটছে পুলিশ বাঘের মত হয়ে।
লকডাউনটা ভাঙবে যারা বিপদ তাদের ভারি,
রাস্তাঘাটে পুলিশ আছে, আছে থানার গাড়ি।
লকডাউন তো মানতে হবে, এটা সবার জন্য,
সঙ্গ ছেড়ে থাকলে সবাই ভারত হবে ধন্য।
করোনাটা রুখতে দেশে পুলিশ হলো গরম,
লাঠির বাড়ি খেয়ে মানুষ ভাগছে পেয়ে শরম।
দোকান বাজার সবই খালি দৌড়ে মানুষ ভয়ে,
রাস্তাঘাটে হাঁটছে পুলিশ বাঘের মত হয়ে।
লকডাউনটা ভাঙবে যারা বিপদ তাদের ভারি,
রাস্তাঘাটে পুলিশ আছে, আছে থানার গাড়ি।
লকডাউন তো মানতে হবে, এটা সবার জন্য,
সঙ্গ ছেড়ে থাকলে সবাই ভারত হবে ধন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন