“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

লক ডাউন ২

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।














রোনাটা রুখতে দেশে পুলিশ হলো গরম,
লাঠির বাড়ি খেয়ে মানুষ ভাগছে পেয়ে শরম।
দোকান বাজার সবই খালি  দৌড়ে মানুষ ভয়ে,
রাস্তাঘাটে হাঁটছে পুলিশ বাঘের মত হয়ে।

লকডাউনটা ভাঙবে যারা বিপদ তাদের ভারি,
রাস্তাঘাটে পুলিশ আছে, আছে থানার গাড়ি।
লকডাউন তো মানতে হবে, এটা সবার জন্য,
সঙ্গ ছেড়ে থাকলে সবাই ভারত হবে ধন্য।

কোন মন্তব্য নেই: