।। সিক্তা বিশ্বাস ।।
আমি উদ্ভ্রান্ত পথিক!
কালের তালে হারিয়েছি দিক!
কোথায় গন্তব্য !? কিসের ছুট!
কেবল বন্ বন্ ঘুরা !
কোন পথ যে সঠিক!
এ যেন গোল্লাছুট! তবু পৃথিবী কাব্যিক!
পেটের দায়! কি বিষম হায়!
আমদানি চারআনা খরচা বারোআনা !
তারই জোগাড় রোজনামচা সবার!
তার ওপর টক্কর!? শতকরার চক্কর!
গ্লোবাল ইকোনোমি যাচাই করছে সব আমি-তুমি!
টিনের বাক্সে ঠাসাঠাসি ষোলআনা! তবু পৃথিবী কাব্যিক!
হাল ফ্যাশনের চাল, সব্বাইকে খুশি রাখাই ঢাল!
আজ দেখছি বিত্তকাকার পায়াভারী, দাও আমমোক্তারি !
কাল দেখবো দাদারও দাদা টম, ডিক ও হ্যারি!
মন্ত্রী,আমলার ঘুটি-চক্রব্যূহে বেষ্টিত! লাচার!
পেটে গামছা জনতার! নাভি-শ্বাসের দৌড়!
শুধুই নাকে দড়ি! তবু পৃথিবী কাব্যিক!
জীবন যদিও গদ্য, অলংকার তার পদ্য ...
শত ব্যস্ততায়ও কবিতার শোভিতা...বেঁচে থাকার চেষ্টা, অকৃপণ তেষ্টা!
প্রেম প্রীতি বাকি সকল অনুভূতি ধাবমান,
তবু কাল ফুরলেই স্থবির!বেজান!
কেবল সারভাইভাল অফ দ্য ফিটেস্ট,
কবিতা তুমি জীবনীশক্তি দ্য বেস্ট! তাই পৃথিবী কাব্যিক...
**********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন