“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৮ মার্চ, ২০২০

সঙ্গরোধ


 ।। সিক্তা বিশ্বাস ।।



















ম্ভব কি সব সঙ্গরোধ!! 
চন্দ্র-সূর্য আজও উদিত--- 
আলোক দানের সেই যে বোধ! 
পৃথিবীও অবিকল তেমনি
আবর্তনে নেইকো রোধ! 
তবু কেমন  বিষাদগ্রস্ত---
বিশ্বমানব বিপদে ত্রস্ত! 
ইঙ্গিতেই বোঝায় অবরোধ! 

কেবল ভালোবাসা তেমনি আছে, 
মানে না মানা অকারণ! 
শুধু বলি হৃদয়েই থাকো , 
সম্পৃক্ততায় আজ বারণ!
ভেবে দেখ, বন্ধুত্ব হারায় নাকো 
দিন কয়েকের অন্তরালে
ঘনত্ব যে অধিক বাড়ে •••
অদেখারই পাশার চালে•••

বিশ্ব মানব খাচ্ছে খাবি! 
এসো লড়াইটাকে নিজের ভাবি
প্রতিরোধের দাবি স্বেচ্ছাবন্দী
কিস্তিমাতের  ফিকির ফন্দি!
আজ করো যদি খাতিরদারি
বিশ্ব বিপদ বাড়বে ভারি! 
এ নয়কো লড়াই তোমার আমার
 আজ আহ্বান শুধু বিশ্ব রক্ষার!!!

            ******"******

কোন মন্তব্য নেই: