।। সিক্তা বিশ্বাস ।।
চন্দ্র-সূর্য আজও উদিত---
আলোক দানের সেই যে বোধ!
পৃথিবীও অবিকল তেমনি
আবর্তনে নেইকো রোধ!
তবু কেমন বিষাদগ্রস্ত---
বিশ্বমানব বিপদে ত্রস্ত!
ইঙ্গিতেই বোঝায় অবরোধ!
কেবল ভালোবাসা তেমনি আছে,
মানে না মানা অকারণ!
শুধু বলি হৃদয়েই থাকো ,
সম্পৃক্ততায় আজ বারণ!
ভেবে দেখ, বন্ধুত্ব হারায় নাকো
দিন কয়েকের অন্তরালে
ঘনত্ব যে অধিক বাড়ে •••
অদেখারই পাশার চালে•••
বিশ্ব মানব খাচ্ছে খাবি!
এসো লড়াইটাকে নিজের ভাবি
প্রতিরোধের দাবি স্বেচ্ছাবন্দী
কিস্তিমাতের ফিকির ফন্দি!
আজ করো যদি খাতিরদারি
বিশ্ব বিপদ বাড়বে ভারি!
এ নয়কো লড়াই তোমার আমার
আজ আহ্বান শুধু বিশ্ব রক্ষার!!!
******"******
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন