“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

করোনা ভাইরাস

রফিক উদ্দিন লস্কর  
____________________
প্রথম এলো চীন দেশেতে
নাম হয়েছে করোনা,   
মহামারির এই ভাইরাসটা
যে কাউকে ছুঁইওনা। 

সময় এখন নয় নিরাপদ
করোনার আছে ভয়,
হাঁচি কাশি  জ্বর আসলেই
ডাক্তার দেখাতে হয়।  

আপন পরের যে কেউবা
ঘুরে আসলে বিদেশে,
তাড়াতাড়ি পরিক্ষা করাও
ডাক্তারগনের নির্দেশে।

কত মানুষ মারছে বিশ্বজুড়ে
ঐ করোনার ভাইরাসে,
হও সচেতন থাকতে সময়    
জীবন যেন না নাশে।

বাইরে গেলে মাস্ক পরাটা
এখন খুবই দরকার,
সব দেশেতে সতর্কতার
আদেশ দিচ্ছে সরকার।    

সুস্থভাবে বাঁচতে যে তাই
পরিস্কারের জুড়ি নাই।
নিজের শরীর হাত পা সহ
ঘর পরিষ্কার রাখা চাই।

এ রোগ থেকে  বাঁচতে হলে
ফলের রস করেন পান,  
মাছ, মাংস ডিম তরকারিটা
ভালো করে সিদ্ধ করান।

ভালো করে  হাত না ধুয়ে
চোখে মুখে স্পর্শ নয়,
আর খালি হাতে বন্যপ্রাণী
স্পর্শতেও আছে ভয়।

হাট-বাজার বা শপিংমলে
নিরাপদ নয় পরিবহন,
সবখানেতে সতর্ক থাকুন
ছোঁয়াচেতে আক্রমন।  
_____________________
১০/০৩/২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)

 
  

কোন মন্তব্য নেই: