“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৪ মার্চ, ২০২০

ভাবের ভিয়েন

 















 ।। সিক্তা বিশ্বাস ।।
 

বাজছে বিষাণ চারিদিকে 
মানবতা আজ পড়ছে ফিকে!
রাজ্যজুড়ে হিংসাত্মক বাজ
মায়ের  বুকে শোকার্ত আওয়াজ!
অহরহ সন্ত্রাসী হাতছানি
কখন রক্তগঙ্গা বয় জানি!
সন্তানের এই হানাহানি 
ভেঙে চৌচির মা'র বুকখানি!
শান্তি চায় মায়ের মন, 
ভালো থাকুক আপনজন 
অক্ষয় হোক মনের টান
মনেপ্রাণে জুড়াক পরাণ •••
মন-কড়াইয়ে হোক না ভিয়েন
হোক না ভাবের বিতরণ•••
মানবতা যাক বয়ে বাতাসে, 
ধর্মান্ধতা যাক চুলোয় ভেসে!!!
          ************

কোন মন্তব্য নেই: