।। সিক্তা বিশ্বাস ।।
নিভে গেছে ঐ ঝাড়বাতি টা
হাসি ফোটাতো সব মুখের
রঙ বর্ণ নির্বিশেষে আঁধার
কাটাতো দুঃখ রাতের•••
কোথায় কত রুগ্ন আছে
মলম লাগাতো দগ্ধ ঘায়ে
আতুর ঘরে দুধের শিশু
কোন কোণেতে আছে শুয়ে•••
কোন পল্লীর নাচ ঘরেতে
মাতাল নেশার উঠছে ঝড়
কতো শবনম বেঁধেছে ঘুঙুর!
আত্ম গ্লানিতে ভেঙে চূড় চূড়!!
হিসেব কষতেই নিভলো বাতি!
আঁধার ঘনিয়ে হলো রাতি!
ঘোর কাটিয়ে জ্বালবে আলো•••
আসবে কবে সেই আলোর দ্যুতি!!!?!
***********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন