।। সিক্তা বিশ্বাস ।।
নারী তুমি আজ অবহেলিত সারি
প্রাপ্য মানের নওকো অধিকারী!
অবগত সতত প্রতিবাদ কদাচ নয়!
লজ্জা ভূষণ তোমার, মস্তক যেন অবনত রয়!
তুমি জায়া, কন্যা, ভগিনী মাতা
ভবানী জগদ্ধাত্রী সদা পরিত্রাতা
অপর্ণা, বিজয়া, ক্ষমা, অপরাজিতা,
জ্ঞাত পূজিত 'মাতৃরূপেন সংস্থিতা'।
ছিলে বিপদনাশিনী! অশিবনাশিনী!
ত্রিতাপনাশিনী! তুমি দনুজ দলনী!
কালের স্রোতে কুসংস্কারী দাপটে ---
কখন যে নিমজ্জিত বাস্তব চিত্রপটে!
আজ তুমি লুণ্ঠিত নির্বল আশ্রয়ী!
অবহেলিত পদে পদে স্খলিত পরাজয়ী!
অশিবের হাতে ছিলে পুত্তলি চিহ্নিত!
"নির্ভয়া" নামে কেবল ধর্ষিতা! ও নিহত!
তোমার পরিনতি টানেনি যে ইতি!
হাহাকার আজও হায়! জ্বলন্ত স্মৃতি!
আইনের ভরসায় বিচারের আশায়
লজ্জিত গোটা দেশ ছিল প্রতিক্ষায়!
ফাঁসিতে হয়েছে ঘাতকের বিচার!
ন্যায়ের তুষ্টি আজ হৃদয়ে সবার...
অবশেষে প্রতিক্ষার হলো অবসান ,
বিচারে উৎসর্গ তোমায় ন্যায্য সম্মান!!
**********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন