“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২১ মার্চ, ২০২০

ন্যায়বিচার

 
 ।। সিক্তা বিশ্বাস ।।









নারী তুমি আজ অবহেলিত সারি
প্রাপ্য মানের নওকো অধিকারী! 
অবগত সতত প্রতিবাদ কদাচ নয়! 
লজ্জা ভূষণ তোমার, মস্তক যেন অবনত রয়!

তুমি জায়া, কন্যা, ভগিনী মাতা
ভবানী জগদ্ধাত্রী সদা পরিত্রাতা
অপর্ণা, বিজয়া, ক্ষমা, অপরাজিতা, 
জ্ঞাত পূজিত 'মাতৃরূপেন সংস্থিতা'।

ছিলে বিপদনাশিনী! অশিবনাশিনী! 
ত্রিতাপনাশিনী! তুমি দনুজ দলনী! 
কালের স্রোতে কুসংস্কারী দাপটে ---
কখন যে নিমজ্জিত বাস্তব চিত্রপটে! 

আজ তুমি লুণ্ঠিত নির্বল আশ্রয়ী! 
অবহেলিত পদে পদে স্খলিত পরাজয়ী! 
অশিবের হাতে ছিলে পুত্তলি চিহ্নিত!
"নির্ভয়া" নামে কেবল ধর্ষিতা! ও নিহত! 

তোমার পরিনতি টানেনি যে ইতি! 
হাহাকার আজও হায়! জ্বলন্ত স্মৃতি! 
আইনের ভরসায় বিচারের আশায়
লজ্জিত গোটা দেশ ছিল  প্রতিক্ষায়!
ফাঁসিতে হয়েছে ঘাতকের বিচার! 
ন্যায়ের তুষ্টি আজ হৃদয়ে সবার... 
অবশেষে প্রতিক্ষার  হলো অবসান , 
বিচারে উৎসর্গ তোমায় ন্যায্য সম্মান!!

             **********

কোন মন্তব্য নেই: