।। সিক্তা বিশ্বাস ।।
আবিষ্কারে নেইকো মানা
ছুটছে বিশ্বজুড়ে দেশ নানা
আবিষ্কারই মূখ্য বিশ্বমান
পরিচিতিতে কাম্য শীর্ষস্থান...
যদি বিশ্ববরেণ্য দেশের মান
প্রমাণিত সে সর্ব শক্তিমান!
সেই আশাতেই চীন ব্যতিক্রম,
অসাবধানতায় মাত্রা অতিক্রম!
ফলস্বরূপ নব্য ভাইরাসের হানা
ভয়ঙ্কর সে, নামাঙ্কিত "করোনা"!
ছোঁয়াচে সে যে মারণ-রোগ
মৃত্যু-আতঙ্কই আসল দুর্ভোগ!
দমকা সর্দি-কাশির প্রকোপ
মূহুর্তে বিতরণ স্পর্শ কোপ!
মৃত্যু হার যদিও তুলনায় কম
তবু আতঙ্কে বিশ্বজোড়া বন্ধ দম !
উপেক্ষা সংশ্লিষ্ট ও দূরত্ব বজায়
একমাত্র সংক্রমণ দমনের উপায়!
ফলেন দৈনন্দিন জীবন বিপর্যস্ত
শিক্ষা, ব্যাবসা, সর্বক্ষেত্র ক্ষতিগ্রস্ত!
সরকার সর্ব উদ্যোগে সদা সচেষ্ট
বিশ্বব্যাপী প্রতিরোধ গবেষণা আজ কর্ম শ্রেষ্ঠ!!
চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের নেই খামতি
আজ জীবন-ঝুঁকিতে সদা মনোবৃত্তি...
জাতি ধর্ম ভেদাভেদ হয়েছে ক্ষুন্ন!
মানবতা মূখ্য আজ নষ্টাচার গৌণ!
রোগের হাতে নষ্টাচার বিপন্ন
ঈপ্সিত মানবতা হয়েছে প্রতিপন্ন...
সব কিছুরই হয় যে দুই ফল!
কম বেশিতে সুফল ও কুফল!
সুফলে দর্শিত মানবতার জয়,
ঐকান্তিক কাম্য দ্রুত রোগ নিরাময়।
*************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন