“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

দৈনন্দিন সমাচার

 






















।। সিক্তা বিশ্বাস ।।
 

তো কি যে বলার ছিল
শোনার জন্যে আছেই বা কে!? 
ছুটছে সবাই আপন তালে 
কে কারে যে পথে দলে! 
কতো ভাবনা আছে ভাবার
কিসে অন্ন জোটে সবার! 
রাজ্যজুড়া শুধু হাহাকার! 
কেউ নেইকো সুরাহা করার! 
সবাই রাজা সবার মনে
কে বা আছে কার সনে
হেয় করছে একে অন্যে
দেশ ভরছে শুধুই বন্যে !
কাকে বলে অগ্রগণি!? 
প্রশ্ন তোলা একটুখানি
সন্ত্রাসী আজ সংশোধক
অগ্রগতির পথ প্রদর্শক! 
কেবল বর্বরোচিত দুরাচার 
পরিপূর্ণ এই রাজ্য-সংসার ! 
ধর্ম আকড়ে  নষ্টাচার! 
 হালের দৈনন্দিন সমাচার!

             *******

কোন মন্তব্য নেই: