“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৪ মার্চ, ২০২০

আপনজন

 























।। সিক্তা বিশ্বাস ।।
 

প্রেম চির কাঙ্ক্ষিত যতনে রক্ষিত হৃদয়ের দ্যুতি•••
কালের ছোঁয়ায় নেই পরোয়া চির ষোড়শী যুবতী•••
******************
ফাগ-বসন্তের তনুমন
আবেশাচ্ছন্য সারাক্ষণ •••
সয় না তাঁর ক্ষণিকেরও বিরহ  বিয়োগ!! 
অভিমানী প্রশ্নে প্রশ্নে তুলে ধরে নানা অভিযোগ!! 

এ তোমার কেমন খেলা
লুকোচুরিতে নেশার ভেলা! 
মেঘলামন যে বড় উতলা! 
কি করে রয় সে একেলা!! 
কেমন সম্পর্ক আকাশ....
তোমায় বুঝি না! এ কি খেয়াল---
সকালে আবাহন তো বিকেলে বিসর্জন!! 
এ কেমন ধারা•••শুধু আত্মগোপন! 
চাই যে তোমার ছোঁয়া সর্বক্ষণ•••
বলোতো কি করে জড়াই যখন তখন!!? 
খেয়ালীমন তুমিই কি আপনজন••• 
কি বিচিত্র তোমার প্রেম-সাধন••• 
না কি সামলে থাকার প্রশিক্ষণ!! 
অনন্ত আকাশের এ কেমন রহস্যময় মন! 
বিস্ময় ঘটাচ্ছে সারাক্ষণ!!! 
তবু দেখ, তোমারই আবেশে এ মন••• 
অসীম অনন্তের দিকে কেবল চেয়ে•••আকুল হয়ে•••                    
শুধুই আকাশ ছোঁয়া••• আর আকাশ চাওয়া•••

                      ************

কোন মন্তব্য নেই: