“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

ফাগ-জোয়ার

 
                         



























 ।। সিক্তা বিশ্বাস ।।
                             

ফাল্গুন তুমি প্রাণের ছোঁয়া
হৃদয়ে গড়া প্রেমের মোয়া•••
তোমার ব্যাপ্তি আকাশ ছোঁয়া•••
তৃপ্তিতে সব বেদন খোয়া•••

তুমি যে শুধুই কালের স্রোত
হৃদয় সংযোগে ওতপ্রোত •••
এক লহমায় ক্ষিপ্ত গতি !
পলকে পলকে প্রতিশ্রুতি•••

আশা-ভরসার দে দোল দোলা•••
মুক্ত মনের পাখনা খোলা•••
আবেগ দোলায় আত্মভোলা!
ফাগ-জোয়ারের শিল্পকলা•••

টঙ্কারে তার রাগ-অনুরাগ •••
মাতাল নেশার বসন্ত-বেহাগ
রঙ-পলাশের বাহারি রাগ•••
খেপাটে মনের মাতাল ফাগ•••

             **********

কোন মন্তব্য নেই: