।। সিক্তা বিশ্বাস ।।
পদ্মপাতায় জলের খেলা
ঝিলমিলানো রূপোর মেলা
ষোড়শী ললনার হাসি খোলা
দেখেই কাটে সারা বেলা••••
খিলখিলানো হাসির সুর
ভেসে বেড়ায় দূর হতে দূর
এ যে কোকিল কন্ঠি মিষ্টি মধুর•••
জাদুর হাসি আমার বঁধুর•••
রেখেছি তাঁরে প্রাণের পরে•••
সোহাগী আদরে প্রাণটি ভরে•••
একার অধিকার ফলাও করে
ভীত! ত্রস্ত! যদি হারাই তাঁরে!
শুধু ভাবি, কেমন করে আগলে রাখি!
সে যে নীল গগনের মুক্ত পাখি
তাঁর নেশাতেই মাতাল আমি•••
চাতক চোখে মুখিয়ে থাকি•••
*************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন