“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

বঁধুয়া














 
 ।। সিক্তা বিশ্বাস ।।

দ্মপাতায় জলের খেলা 
ঝিলমিলানো রূপোর মেলা
ষোড়শী ললনার হাসি খোলা
দেখেই কাটে সারা বেলা••••

খিলখিলানো হাসির সুর
ভেসে বেড়ায় দূর হতে দূর
এ যে কোকিল কন্ঠি মিষ্টি মধুর•••
জাদুর হাসি আমার বঁধুর•••

রেখেছি তাঁরে প্রাণের পরে•••
সোহাগী আদরে প্রাণটি ভরে•••
একার অধিকার ফলাও করে
ভীত! ত্রস্ত! যদি হারাই তাঁরে! 

শুধু ভাবি, কেমন করে আগলে রাখি! 
সে যে নীল গগনের মুক্ত পাখি
তাঁর নেশাতেই মাতাল আমি•••
চাতক চোখে  মুখিয়ে থাকি•••

          *************

কোন মন্তব্য নেই: