ঐ চোখেতে দেখেছিলাম আমার সর্বনাশ!
বুঝেছিলাম,এইতো সেই ইচ্ছেধারা ঈপ্সিত যত আশ ....
অন্তরেতে শত শত বইছে ফল্গুধারা...
পাষাণ যেন অনুভাবে কারণ প্রেমহারা!
জীবন-নদী শুকিয়ে যায় জাঁতাকলের চাপে
কাঠিন্য শুধু বেড়ে ওঠে আফসোসের উত্তাপে!
যত তারে দেখায় কেবল স্বচ্ছ শান্ত নীর
ততই তার ভাব বেগতিক অন্তরে অস্থির!!
গতিরাগের ধারায় বয়ে ওমনি নাজেহাল
অপারক আর একাকীত্বে নিস্তেজ বেহাল!
সন্ধানী মন বাঁচার আশায় তৃষিত চাতক প্রায় !
ওমনি দু'টি চোখের পলক আশার নেশা ধরায়...
আশার নেশা ভাবে মেশা সুখের সীমানা
ইচ্ছেরা সব খুঁজে বেড়ায় সেই সে ঠিকানা...
************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন