“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

হোক বোধোদয়

 
 ।। সিক্তা বিশ্বাস ।।









গ্রগতির চূড়ায় পৌছে 
বাড়ছে বৈজ্ঞানিক মান! 
কে কতটা এগিয়ে আছে
নির্ধারণ বিজ্ঞানের দান! 
অপপ্রয়োগে রোগের হানা
ভয়াবহ সে, নাম 'করোনা'! 
ছোঁয়াচে এ যে মারণ-রোগ
স্পর্শকোপে সংক্রমণ ও দুর্ভোগ! 
উপেক্ষা ঘনিষ্ঠতা ও দূরত্ব বজায় 
সংক্রমণ দমনের একমাত্র উপায়! 
জীবন রক্ষার্থে চাই পরিচ্ছন্নতা
রোগ মুক্তির একমাত্র সাবধানতা। 
এই দুনিয়ায় সবাই বোধি
আছে যত চিহ্নিত বিত্তবান! 
খেয়াল খুশিতে কেমন বেপরোয়া! 
হারিয়ে বোধ ও কাণ্ডজ্ঞান!
এমনি যখন বেহাল পরিস্থিতি
আলালের ঘরের দুলালের কাণ্ড কীর্তি! 
ইওরোপ ঘুরেও মেটেনি সাধ! 
'করোনা'য় আক্রান্ত হয়েও গতি অবাধ! 
নবান্ন-উৎসব ও শপিং মলে আড্ডা মেরে , 
মন ভরে সংক্রমণ ছড়াচ্ছে গোটা শহরে! 
এই কি শিক্ষার সচেতনতা 
ক্ষুন্ন হচ্ছে আজ মানবতা! 
সরকারের সচেতনতার ও বলিহারি! 
এমতাবস্থায় উৎসব পালন 
বিশ্বব্যাপী যখন আতঙ্ক জারি! 
চেষ্টা সতত আজ হোক বোধোদয় ! 
অটুট থাক জীবন, যেন না হয় ক্ষয়! 
জন স্বার্থে শুধু এইটুকু বোধ, 
রক্ষা হোক জীবন ও রোগ প্রতিরোধ। 

         *************

কোন মন্তব্য নেই: