চল যাই সবুজ মেখে অবুঝ হবো।
ঝিলের নীলে , শ্যাওলা গায়ে পানকৌড়ি সাঁতার দেবো ---
একদিন সবুজ গায়ে রোদ লাগাবো।
ঝিলের নীলে , শ্যাওলা গায়ে পানকৌড়ি সাঁতার দেবো ---
একদিন সবুজ গায়ে রোদ লাগাবো।
চল যাই লালমাটিয়ার শুকনো পথে।
মৌ-পিয়া চাঁদ তাকায় যখন
টুকরো হেসে দুঃখ-রাতে ---
একদিন নিংড়ে পাঁজর বিষ ঝরাতে।
মৌ-পিয়া চাঁদ তাকায় যখন
টুকরো হেসে দুঃখ-রাতে ---
একদিন নিংড়ে পাঁজর বিষ ঝরাতে।
চল যাই আউলা চুলের বাউলা টানে।
বাঁশের বাঁশির পোড় খাওয়া সুর ,
রক্ত-আবীর ---- উদাস মনে ,
একদিন "শ্যাম-পিরীতি রাখ গোপনে" ।
বাঁশের বাঁশির পোড় খাওয়া সুর ,
রক্ত-আবীর ---- উদাস মনে ,
একদিন "শ্যাম-পিরীতি রাখ গোপনে" ।
চল যাই তর্ক ছেড়ে সহজ কথায়।
অনেক চলার অনেক বলার সূর্য্যডোবা
স্বপ্ন যখন মুক্তমনা ঝিনুক কুড়ায় ----
একদিন আমার পাওয়া তোর মোহনায় ।।
-----------//--------
অনেক চলার অনেক বলার সূর্য্যডোবা
স্বপ্ন যখন মুক্তমনা ঝিনুক কুড়ায় ----
একদিন আমার পাওয়া তোর মোহনায় ।।
-----------//--------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন