।। মধুমিতা নাথ।।
(ত্রিপুরার রাজন্য আমলের কবি অনঙ্গ মোহিনী দেবীর প্রতি শ্রদ্ধার্ঘ্য)
অলিন্দ আর নিলয়ের
মাঝখানে
বহমান ঝিরঝির ছোট নদী
কিছু রূপ চুপ কথা
রোজ লজ্জাবতী ফুল হয়ে ফোটে
কূজন-মুখরিত উপত্যকা ঢাল গড়িয়ে
বনছায়া কাঁপে তিরতির।
বহমান ঝিরঝির ছোট নদী
কিছু রূপ চুপ কথা
রোজ লজ্জাবতী ফুল হয়ে ফোটে
কূজন-মুখরিত উপত্যকা ঢাল গড়িয়ে
বনছায়া কাঁপে তিরতির।
অদৃশ্য হাতছানিতে
পেলব দিনগুলোর অবাক জলপান।
পেলব দিনগুলোর অবাক জলপান।
সেদিন শ্রাবণ ঢল ,
যৌবনা স্রোতস্বিনী উথাল পাথাল
নীলাভ অভিযানে বেসামাল বেসামাল
আপন কস্তুরী গন্ধে হরিণী মাতাল।
যৌবনা স্রোতস্বিনী উথাল পাথাল
নীলাভ অভিযানে বেসামাল বেসামাল
আপন কস্তুরী গন্ধে হরিণী মাতাল।
স্বপ্ন-সেতু-বন্ধন
শেষে হেমন্ত নামে , ফসল
শূন্য মাঠে অবারিত অপেক্ষা
একবিন্দু সুধা সিঞ্চন আকুলতা
ঝিম-ধরা সময়ে
পুড়ে পুড়ে খাক হয় কিছু জ্বলন্ত দুপুর।।
একবিন্দু সুধা সিঞ্চন আকুলতা
ঝিম-ধরা সময়ে
পুড়ে পুড়ে খাক হয় কিছু জ্বলন্ত দুপুর।।
-------------//--------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন