।। অর্পিতা আচার্য।।
লিফটে তিনজন
লিফট শূন্যতার
দিকে —
অজস্র স্মৃতির ঘর
ছায়া ছায়া
সরে যাচ্ছে -যেন
কেউ
সময় -যন্ত্র দিয়ে
ঠেলে ঠেলে
নিয়ে যাচ্ছে সহস্র
শতাব্দী ।
তীব্র কামনায় টেনে
নিচ্ছে
বুকে, আর মুহূর্তেই ছিটকে দিচ্ছে
অতলের খাদে
গ্রহ থেকে
গ্রহান্তর,
কুঁড়েঘর থেকে এক
প্রাসাদের দিকে –
তিনজনে মিলেছি এসে
ক্রুর, রিক্ত সময়ের দরজা ভেঙ্গেচুরে
ছলনায় ভরা এক উৎসবের
রাতে
এই পাশে আমি আর ওই
পাশে তুমি
মাঝখানে দাঁড়িয়ে
রয়েছে আজ সে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন