“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

অপেক্ষা

(C)Image:ছবি












 ।। মনোজিৎ দত্ত।।
ড় হতে হতে
হতে হতে - 
‘শৈশব’ হবো
ফ্রেন্ডলিস্টে রাখবো
শত পাখির নাম  ...

পাখিদের মনখারাপ
চাঁদের বুড়ির কাছে
নিয়ে যাবো বলেছিলাম
আকাশ যে এখন আর মাটি ছোঁয়না
ওদিক দিয়েই যাওয়ার কথা ছিলো 
তারা'দের হাত ধরে
তারা'রা রাস্তা চিনিয়ে দেবে ...

ফড়িংগুলো রাগে
লেজের সুতো খুলে নিয়েছে
ওরা বরযাত্রী যাবেনা
প্রজাপতির মুখ গোমড়া
সেজে-গুজে রামধনুতে বসবে বলেছিল ...

পাখি একা - তারা একা
চাঁদ একা - বুড়ি একা
ফড়িং প্রজাপতি একা

আমি একা হলে
একাকার হবো ...

কোন মন্তব্য নেই: