“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

আমি

(C)Image:ছবি












।। সৌম্য শর্মা।।
মার " আমি" কে খুঁজছি অনেকদিন

যে আমি ছিলো,
সদা চঞ্চলতায় প্রাণবন্ত;
অকারণ হাসির ফোয়ারা
রঙ্গিন বসন্তের আভা
উচ্ছল যৌবনের প্রতীক ৷

যে আমি একা,
হেঁটে যেতো অজানা অরণ্যে
নির্জন বেলাভূমি
অথবা, জনারণ্য কুম্ভমেলায়

যে আমি
রামধনু রং মেখে,
প্রজাপতির ডানায়__অথবা
ফুলের রেণুতে  বর্তমান
 আবার
পিতৃপুরুষের ফেলে আসা পোড়াবাড়িতে
করে স্মৃতির ইতিহাস তর্পণ

আমি খুঁজছি সেই 'আমি'কে  অ- নে- ক- দি- ন
গভীর নৈ:শব্দে    শুনতে  পাই 
জী- ব- ন       জীবন  নয়
শুধু তর্জনী স্পর্শে অনুভব করি  হৃদয় স্পন্দন
জানি না  সঠিক       বেঁচে  আছি  কি  না  !!






















কোন মন্তব্য নেই: