“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

অস্তিত্ব


(C)Image:ছবি
















 ।। সৌম্য শর্মা।।

শূন্যতা খোঁজে বেড়ায় আরেক শূন্যতা 

দুজনের কারুরই ইশকুল - পাঠশালা নেই
ছবি নেই, গান নেই, আয়নায় মুখ দেখা নেই,
দাবি নেই, দেওয়া- নেওয়া নেই,
স্থান নেই, কাল নেই, নেই চাওয়া- পাওয়া
শুধু অজাত বিশ্বের ভ্রূণ নিয়ে
অস্তিত্বের অন্বেষণে ভেসে থাকা 

কোন মন্তব্য নেই: